- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৩২ পূর্বাহ্ণ
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
হঠাৎ অসুস্থবোধ করায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গুলশান থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। গুলশান থানার ডিউটি অফিসার মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ৯টার দিকে রাসেল জানান, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’