- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ৩:২১ অপরাহ্ণ
ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অনেক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। এতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছোট্ট ছেলে রাজ্য।
স্ট্যাটাসের ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।
পোস্টটি করার সঙ্গে সঙ্গেই অনেক প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টবক্সে। একজন লিখেছেন, অসম্ভব সুন্দর মূহুর্ত। পরীর এক ভক্ত লেখেন, পরি পূণ্য।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি।
প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন পরীমণি। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।