• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম

    হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ

    তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম। বর্তমানে বেগুন কেজি প্রতি প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকা, শসা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, খিরা কেজি প্রতি ১০ টাকা কমে ২০ টাকা এবং লেবু হালি প্রতি ১৫ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

    বাজারে সরবরাহ বৃদ্ধির কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। রবিবার (৯ মার্চ) দুপুরে হিলির কাঁচাবাজর ঘুরে এ তথ্য পাওয়া যায়।

    হিলি বাজারে সবজি কিনতে আসা মোসলে উদ্দীন বলেন, কয়েক দিনের তুলনায় বর্তমানে বেগুন, শসা ও লেবুর দাম কমেছে। তবে বেগুনের দাম ২০ টাকার মধ্যে থাকলে ভালো হতো। রমজান মাসে বেগুন, শসার এবং লেবুর চাহিদা বেশি থাকে। কোন অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় দাম যেন বৃদ্ধি না করতে পারে নেই জন্য প্রশাসনের উচিৎ এই নিত্যপণ্যগুলোর প্রতি বিশেষ ভাবে নজর দেওয়া।

    হিলি বাজারে সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন মোকামে বেগুন, শসা এবং লেবুর সরবরাহ বৃদ্ধির কারনে দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। রমজান মাস উপলক্ষে এইসব নিত্যপণ্য বিক্রির অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে দাম বৃদ্ধি হবে না বলেও জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০