- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২৪ | ২:৫৯ অপরাহ্ণ
৯০ দশকের জনপ্রিয় বলিউড নায়িকা রাভিনা টন্ডন। অসংখ্য ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি এক ভয়ঙ্কর ঝামেলায় পড়েন এই বি টাউনের অভিনেত্রী। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে অভিনেত্রী হেনস্তার শিকার হয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশের দেয়া তথ্য মতে, শনিবার (১ জুন) মুম্বাইয়ের ব্রান্দ্রার কার্টার রোডে ঘটেছে এই ঘটনা। গাড়ি চাচ্ছিলেন রাভিনার ড্রাইভার। ভেতরে ছিলেন অভিনেত্রী। এ সময় রাস্তা পার হচ্ছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য। তাদের সাথে রাভিনার ড্রাইভারের তর্ক বাঁধে। এরপর গাড়ি থেকে নেমে আসেন রাভিনা।
ভাইরাল ভিডিতে দেখা যায়, সাদা পোশাক পরে আছেন অভিনেত্রী, আর তাকে ঘিরে রেখেছে ভুক্তভোগীসহ বেশ কিছু উত্তেজিত জনতা। এ সময় এ ঘটনা ভিডিও না করতে এবং তাকে না মারতে অনুরোধ করতে দেখা যায় অভিনেত্রীকে।
এ সময় ভিডিওতে কিছু ব্যক্তিকে বলতে শোনা যায়, একে মারো।
এ বিষয়ে এক ভুক্তভোগীর দাবি, ঘটনার পর মাতাল অবস্থায় রাভিনা গাড়ি থেকে বেরিয়ে এসে নিজের ড্রাইভারকে বাঁচাতে চেষ্টা করেন। এতে ওই ভুক্তভোগীর মা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলেও দাবি।
ঘটনার পর মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনার সময় রাভিনা মদ্যপ ছিলেন না। সিসিটিভি ফুটেজ চেক করে তারা এই তথ্য নিশ্চিত হয়েছেন। পুলিশ জানায়, ভুক্তভোগীরা যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ ঘটনায় কেউ আহত হয়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |