• আজ শনিবার
    • ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই সফর ১৪৪৭ হিজরি

    হেফাজতের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২১ | ১০:৩৪ পূর্বাহ্ণ

    হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে আগামীকাল শুক্রবার দেশের কোথাও মানুষের আসা যাওয়ার পথে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেন।

    এছাড়া সন্ধ্যা ৬টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি আপডেট দেয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশনার পাশাপাশি আরও দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    প্রথমটি হচ্ছে কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। দ্বিতীয়টি হচ্ছে নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১