• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    হেলপারের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় যুবক নিহত

    হেলপারের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় যুবক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ

    গাজীপুরে বাসচাপায় সায়েম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

    সায়েম ময়মনসিংহের নান্দাইল থানার আওলাপাড়া গ্রামের মো. আবু সাঈদের ছেলে। তিনি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

    আটকরা হলেন- বাসচালক শফিকুল ইসলাম (৩৬) ও চালকের সহযোগী হীরা মিয়া (২৭)।

    নান্দাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুর রহমান, জোড়পুকুর থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের একটি বাসে উঠে সায়েম। পথে ভাড়া নিয়ে চালকের সহযোগী হিরা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসটি শিববাড়ি মোড়ে পৌঁছালে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হিরা। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম। বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে চালক ও হেলপারকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১