- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
| ২৬ জুন ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করে আবাহনী।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৩ বলে দুই ছক্কায় অপরাজিত ২১ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
টার্গেট তাড়া করতে নেমে সাইফউদ্দিনের গতির মুখে পড়ে ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রাইম ব্যাংকের দলটি। ওপেনার রুবেল মিয়া দলীয় ৯৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৩ বলে ৪১ রান করেন তিনি।
ব্যাট হাতে ১৩ বলে ২১ রান আর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।