- আজ বুধবার
- ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:৫৮ অপরাহ্ণ
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ১০ বছর পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। গতকাল বুধবার তিনি সতর্কতা দেন।
তিনি বলেন, ‘পুতিন যদি এবার সফল হন তবে তা ভবিষ্যত ইউরোপের জন্য হবে চরম দুর্দশার। গোটা বিশ্বের জন্যই এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আমরা আর কখনও নিরাপদ অনুভব করতে পারবো না।’
পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস তার বক্তব্যে পুতিনকে বেপরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য ও তার মিত্রদের দ্রুততার সাথে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে রাশিয়ায় পাঠানো উচিত।’
গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রুশ বাহিনী।