- আজ মঙ্গলবার
- ২৮শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২৫ | ৬:০১ অপরাহ্ণ
চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মোট ১২০ বার পেছানো হলো প্রতিবেদন দাখিলের সময়। সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের সময় তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ বাসাতেই ছিল। রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন, আর বাকিরা এখনো কারাগারে আটক আছেন। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি, যা সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।