• আজ রবিবার
    • ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৪ অপরাহ্ণ

    অপেক্ষার প্রহর শেষ। অবশেষে আজ (বৃহস্পতিবার) ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।

    দুপুর ১২টায় মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সঙ্গী হিসেবে ছিলেন বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।

    অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ, ওপেনার হিসেবে জায়গা হয়েছে নাঈম শেখ, লিটন দাস ও সৌম্য সরকার। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম, নুরুল হাসান, আফিফ হোসেন। সঙ্গে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

    অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গী মোহাম্মদ সাইফউদ্দিন-শেখ মেহেদী হাসান। স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদ। পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

    আরব আমিরাতের উইকেট বিবেচনা করে রিজার্ভে সফরসঙ্গী করা হয়েছে লেগস্পিনার আমিনুল ইসলাম আর রুবেল হোসেনকে।

    আগামী মাসের ১৭ তারিখ থেকে ওমানে হবে বিশ্বকাপের প্রথম পর্ব। এরপর আরব আমিরাতে মাঠে গড়াবে মূল পর্ব। ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান-ভারতের মতো দলগুলো।

    বিশ্বকাপ স্কোয়াড

    লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ

    রিজার্ভ- রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১