- আজ বৃহস্পতিবার
- ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৬শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বছরের প্রথম দিন ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ। ঢাকা-১০ ও ১৩ সংসদীয় আসনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সূত্র মাধ্যমে এ তথ্য জানা গেছে। ১ জানুয়ারি বিকাল ৩টায় মোহাম্মদপুর-ধানমন্ডির শারীরিক চর্চা কেন্দ্রীয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১ জানুয়ারি ঢাকা-১৩ আসনে জনসভা হবে। আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনা জনসভায় উপস্থিত থাকবেন।