- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩৫ পূর্বাহ্ণ
২০২২ সালের আগষ্টের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিটে একথা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জীবন-জীবিকা স্বাভাবিক রেখে করোনা মোকাবিলা করছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিন বুধবারের প্রথম কর্মসূচী হিসেবে নিউইয়র্কের স্থানীয় সময় বেলা এগারোটায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখেন হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড ১৯ সামিটে। তুলে ধরেন, বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ।
দেশের টিকাদান কর্মসূচীর চিত্র তুল ধরে প্রধানমন্ত্রী আগামী আগস্টের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথা জানান।