• আজ সোমবার
    • ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে : রেলমন্ত্রী

    ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে : রেলমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৫:০২ অপরাহ্ণ

    রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে। নির্ধারিত সময়ে সেতুর কাজ সম্পন্ন করতে দ্রুতগতিতে কাজ চলছে। ইতোমধ্যে ৪১ শতাংশ কাজ শেষ হয়েছে।

    আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় চলতি বছরই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এই রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।

    সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী।

    এ সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার ও সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১