- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ আগস্ট ২০২১ | ৭:৩৫ অপরাহ্ণ
২১ আগস্ট নিহতদের দেহ নিয়েও তৎকালীন বিএনপি সরকার নিষ্ঠুরতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠকে দেয়া বক্তব্যে বলেন, আহত আইভি রহমানকে তার পরিবারের সদস্যদের দেখতে দেয়া হয়নি।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। সে বছরের ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা তিনি।
একনেক বৈঠকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসা নিয়েও তৎকালীন ক্ষমতাসীন বিএনপি নানা টালবাহানা করেছে।
এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বনানীতে ফুল দেয়া শেষে, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার কথা জানান।