• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ২৪ দলের জন্য কোনো আসনে ছাড় দেয়নি আওয়ামী লীগ

    ২৪ দলের জন্য কোনো আসনে ছাড় দেয়নি আওয়ামী লীগ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮:৪৪ অপরাহ্ণ

    ১৪ দলীয় শরিকদের মধ্যেও কিছু দল কোন আসনে ছাড় পায়নি। ভোটের মাঠে আওয়ামী লীগ তাদের জন্য কিছু আসনে ছাড় দেবে এমন আশা করেছিল- নির্বাচনে অংশ নেওয়া ছোট ছোট ২৪ দল। তাদের সে আশার গুড়ে বালি পড়েছে।

    রবিবার (১৭ ডিসেম্বর)। কারণ তাঁদের জন্য কোনো আসনেই প্রার্থিতা প্রত্যাহার করেনি আওয়ামী লীগ।

    সবশেষ ঘোষণায়– জাতীয় পার্টিকে ২৬ আসনে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ/ইনু)-কে ৩ আসনে, ওয়ার্কার্স পার্টিকে ২টি এবং জাতীয় পার্টি (মঞ্জু)-র জন্য একটি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

    কিন্তু, সার্বিকভাবে কিংস পার্টি নামে অভিহিত ২৪ ছোট দলের ভাগ্যে কোন ছাড়ই মেলেনি।

    সরকারের আনুকূল্যে গঠিত স্বল্প-পরিচিত বিভিন্ন দল, যারা হঠাৎ করেই গুরুত্ব পেয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তাদের বলা হয়- ‘কিংস পার্টি’। কিন্তু, ক্ষমতাসীন আ. লীগের সিদ্ধান্তে এসব দলের অনেকেই হতাশ, যদিও বাদবাকীদের কাছে এমন হওয়াটা অপ্রত্যাশিত ছিল না।

    এরমধ্যে অনেক দল আওয়ামী লীগের সাথে জোটে না থাকলেও– ১৪ দলীয় শরিকদের মধ্যেও কিছু দল কোন আসনে ছাড় পায়নি।

    শরিক এ দলগুলো হচ্ছে– তরীকত ফেডারেশন, সাম্যবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ এবং গণতন্ত্রী পার্টি।

    তবে জোটের বাইরে থাকাদের মধ্যে কয়েকটি দল আসন ছাড় না পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে।

    কোনো নির্বাচনেই একটিও আসন জিততে না পারা জাকের পার্টি ১৪ দলের শরিক না হলেও- আশা করেছিল নির্বাচনে তাঁদের প্রার্থীরা পাবে আওয়ামী লীগের টিকেট। কিন্তু, আসন ছাড়ের সিদ্ধান্ত নিয়ে যখন সংবাদ প্রকাশিত হতে শুরু করে, তখন ২০০ জন প্রার্থীকে প্রত্যাহার করে নেয় দলটি। জাকের পার্টি মোট ২২১ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১