• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    ২৫ জুয়াড়ি গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২১ | ৮:৪১ পূর্বাহ্ণ

    গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার প্রতি বল ও প্রতি ওভারের ওপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব।

    বুধবার (১৪ এপ্রিল) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) গভীর রাতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার ওপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।’

    এ সময় তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ১টি টিনের কৌটা, ২১টি মোবাইল ফোন ও নগদ- ২০ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

    গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০