- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৭:৫৫ অপরাহ্ণ
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ উসকে দেয়ার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
সংবাদমাধ্যম দ্য ডন জানায়, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ইমরান খানকে জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার (১৪ এপ্রিল) জামিনের এ আদেশ দেয়া হয়।
মঞ্জুর আহমেদ খান নামের এক ম্যাজিস্ট্রেট গত ৬ এপ্রিল ইমরানের বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদের রমনা থানায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের অমার্জনীয় ক্ষতি করার চেষ্টা করার অভিযোগে এফআইআর দায়ের করেন।
এ মামলায় জামিন আবেদন করেছিলেন ইমরান খান। গতকাল কড়া নিরাপত্তার মধ্যে লাহোর হাইকোর্টে হাজির হন তিনি। এ সময় আদালত ২৬ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আদালতে ইমরান খানের সওয়াল-জবাবের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পিটিআই। তিনি এ সময় বলেন, ‘যদি কেউ এটা বলার চেষ্টা করে যে ইমরান খান সেনাবাহিনীকে বিভক্ত করার চেষ্টা করেছিল, তাহলে তার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই।’
ইমরান খান আরো বলেন, ‘একটি সমাজে যদি কোনো প্রতিষ্ঠান ভুল করে ও আপনি এটার সমালোচনা না করেন, তাহলে আপনিও সমাজের ক্ষতি করছেন। কেননা আপনার সন্তানও যখন ভুল কোনো কাজ করে, তখন আপনি তার সমালোচনা করেন।’
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ইমরান খান। তাতে তিনি বলেন, পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংকট চলছে। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে দেশটি। এ সংকট কাটাতে দেশকে পুরোপুরি পুনর্গঠন করা প্রয়োজন।
সাক্ষাৎকারে ইমরান খান আরো বলেন, পাকিস্তানে চলমান সংকট কাটাতে সরকারব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আর এ জন্য যেটি সবচেয়ে বেশি জরুরি, সেটি হলো সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করা।