- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২৩ | ৬:১২ অপরাহ্ণ
আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যে মহাসমাবেশের ডাক দিয়েছে, তাতে মহাজাগরণ হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, ২৭ তারিখের মহাসমাবেশ হবে জনতার মুক্তির মহাসমাবেশ। এ মহাসমাবেশে জনতার রাজপথ জনগণই দখল নেবে। জনগণ এ সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের সূচনা করবে। যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত ইউনাইডেট ল ইয়ার্স ফ্রন্ট আয়োজিত আইনজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, আমরা ২৭ তারিখে মহাসমাবেশ ডেকেছি, উনারা (আওয়ামী লীগ) যুবলীগকে দিয়ে সমাবেশ ডাকালেন। কেন ডাকালেন? কারণ, উনারা বিরোধীদলগুলোকে ভয়ভীতি দেখাতে চান। হয়তো মহাসমাবেশের দিন বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা না-ও করতে পারেন। কারণ, স্যাংশনসের ভয়ে উনারা এখন ভালো সেজেছেন। এখন তাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। মানুষকে আতঙ্কে রাখা। কেমন আতঙ্ক? দুই দল ( আওয়ামী লীগ-বিএনপি) সমাবেশ ডেকেছে, ভয়ে যেন মানুষ বাইরে না বের হয়। কিন্তু প্রতিবাদী মানুষ বিজয়ী হয়ে ঘরে ফিরতে চান। এ সরকারের পদত্যাগ চান তারা।
তিনি বলেন, আমাদের এক দফা হচ্ছে- বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি। এ সংবিধানের সংস্কার চাই, যা বিএনপি ঘোষিত রূপরেখায় স্পষ্ট। এ সংস্কার কেন? কারণ, বাংলাদেশকে যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী পথে নিতে না পারে। কিন্তু আওয়ামী লীগ কী চায়? তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। দিনে-রাতে ভোট চুরি করতে চায়। প্রার্থীদের ওপর হামলা করে ভোট লুট করতে চায়, গুলি করে মারতে চায়। সেটি আর হতে দেওয়া হবে না। এ সরকারকে গদি থেকে সরিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আইনজীবী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক প্রমুখ