- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
১৯৯১ সালে আর্মেনিয়া এবং জাতিগতভাবে তুর্কি আজারবাইজানের মধ্যে যুদ্ধের পর দুই দেশের স্থলসীমান্ত বন্ধ ছিল
দীর্ঘ ২৮ বছর পর তুরস্ক ও আর্মেনিয়া তৃতীয় দেশের নাগরিকদের জন্য স্থলসীমান্ত খুলতে রাজি হয়েছে। অর্থাৎ যেকোনো দেশের নাগরিকরা এখন আর্মেনিয়ার স্থল সীমান্ত দিয়ে সরাসরি তুরস্কে যেতে পারবেন। একইভাবে তুরস্ক থেকে আর্মেনিয়া যেতে পারবেন।
১৯৯১ সালে আর্মেনিয়া এবং জাতিগতভাবে তুর্কি আজারবাইজানের মধ্যে যুদ্ধের পর দুই দেশের স্থলসীমান্ত বন্ধ ছিল। গত বছরের ডিসেম্বরে তুরস্ক-আর্মেনিয়া কূটনৈতিক সম্পর্ক শুরু করে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারফ্যাক্সের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক আলোচনার পর দুই দেশ স্থলসীমান্ত খুলতে রাজি হয়েছে। এছাড়া কার্গো বিমানে দুই দেশ বাণিজ্য করার ব্যাপারেও একমত হয়েছে। একইসঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আঙ্কারা ইয়েরেভান ঐকমত্যে পৌঁছেছে।