দুই সপ্তাহ পরে মার্কেট খোলার প্রস্তুতি ব্যবসায়ীদের। চলছে ধোয়া মোছার কাজও।দোকানপাট, বিপনীবিতান খোলা রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। আর মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। স্বাস্থ্যবিধি শতভাগ মেনে ব্যবসায়া পরিচালনার আশ্বাস দিয়েছেন ব্যবাসায়ী নেতা ও শপিং মলগুলো।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্তের পরদিনই এলো গণপরিবহন চালুর বিষয়টি। ভার্চুয়ালি মত বিনিময়সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বৃহস্পতিবার থেকে বাস-মিনিবাস চালুর চিন্তা করছে সরকার।