- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২৩ | ৭:৪৭ অপরাহ্ণ
সোমবার হঠাৎ করেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। তাকে মঙ্গলবার সকাল দশটার পূর্বেই কমিশনের হাজির করার বিষয়ে আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশনের চার সদস্যের বোর্ড ইমরানের বিরুদ্ধে করা অবমাননা মামলা ২ আগস্ট পর্যন্ত স্থগিত করে।
এর আগে ১১ জুলাই পিটিআইয়ের চেয়ারম্যানর বিরুদ্ধে একদফা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে করা এ মামলায় এই পরোয়ানা জারি করা হয়।