- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ
২ নভেম্বর শাহরুখ খান ও রাজকুমার হিরানি ‘ডাঙ্কি’ সিনেমার টিজার প্রকাশ করার পরিকল্পনা করছেন। ওইদিনই শাহরুখ খানের জন্মদিন। এ ছাড়া ওইদিন শাহরুখ খান মুম্বাইতে তার ভক্তদের জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করবেন এবং তার বিশেষ দিনে সমস্ত অনুরাগীদের সাথে টিজারটি দেখতে পাবেন।
প্রতিবেদন থেকে জানা যায়, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। যেখানে পুরো বলিউডই হাজির হবে! মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি।
এরইমধ্যে বলিউডের প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে শাহরুখ টিমের পক্ষ থেকে। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও একাধিক তারকা উপস্থিত হবেন বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।
জানা গেছে, জন্মদিনের প্রথম ভাগেই উন্মুক্ত করা হবে রাজকুমার হিরানি নির্মিত ছবিটির ঝলক অর্থাৎ টিজার। এরপর একই টিজার ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে উপভোগ করবেন শাহরুখ।
‘ডাঙ্কি’ রাজকুমার হিরানির সাথে শাহরুখ খানের প্রথম সহযোগিতাকে চিহ্নিত করেছে। ছবিটি রেড চিলিস এন্টারটেইনমেন্ট, রাজকুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওর দ্বারা নির্মিত। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু।
‘ডাঙ্কি’ বক্স অফিসে প্রশান্ত নীলের ‘সালার’র মুখোমুখি হবে। প্রভাস অভিনীত ‘সালার’ ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি শাহরুখ খান এবং প্রশান্ত নীলের মধ্যে দ্বিতীয় বক্স অফিস মুখোমুখি হবে। শেষবার শাহরুখ খানের ‘জিরো’ বক্স অফিসে ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।