- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ
সাগর উত্তাল এবং ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্টমার্টিনে সোমবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। বর্তমানে তিন হাজারের বেশি পর্যটক ওই দ্বীপে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
জানা গেছে, কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে প্রতিদিন সাতটি জাহাজে চার-পাঁচ হাজারের বেশি পর্যটক প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে যান। জাহাজগুলোর মধ্যে সাতটি টেকনাফ-সেন্টমার্টিন, একটি কক্সবাজার-সেন্টমার্টিন এবং আরেকটি চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে যাতায়াত করে।
টেকনাফের ইউএনও জানান, আবহাওয়া খারাপ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়বে না। আবহাওয়া পরিস্থিতি যতদিন ভালো হচ্ছে না ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু করবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ সেন্টমার্টিনে যাবে না। এ সময় সেন্টমার্টিন দ্বীপে থাকা পর্যটকদের সেখানেই অবস্থান করতে হবে।’
এদিকে, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘামালার সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।