- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মার্চ ২০২২ | ৪:৩৪ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানায় বিভিন্ন সেকশনে পাঁচ থেকে সাত হাজার শ্রমিক কাজ করেন। আজ শুক্রবার ছিল কারখানার সাপ্তাহিক ছুটির দিন। তবে কারখানার ডাইং সেকশনে কাজ চলছিল।
ওই সেকশনের শ্রমিকরা দুপুরের বিরতির পর আবার কাজে যোগ দেন। বিকেল ৪টার দিকে কারখানার নিচতলায় ডাইং সেকশনের আয়রন করার একটি মেশিনে বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন সেকশনে ছড়িয়ে পড়ে। এসময়ে শ্রমিকরা ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার করে কারখানা থেকে বেরিয়ে আসেন। শুরুতে কারখানার নিজস্ব দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কালিয়াকৈর, কাশিমপুর ডিবিবিএল, মির্জাপুর, সাভার ইপিজেড ও গাজীপুরের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কারখানার ডাইং সেকশনের শ্রমিক লিয়াকত হোসেন বলেন, ‘কারখানার নিচতলায় ডাইং সেকশনে আগুন লাগলে তারা কারখানা থেকে বের হয়ে যান। পরে আগুন দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে যায়।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ছুটির দিনে অল্পসংখক শ্রমিক কাজ করায় সবাই দ্রুত বের হয়ে যান। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘কারখানার ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।’