- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:৪৯ অপরাহ্ণ
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা বুবলী। সেখানে থেকেই নতুন খবর জানালেন তিনি। জানা গেছে, ‘মায়া : দ্য লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তিন নায়ককে। তারা হলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই নতুন ছবির খবর বুবলী নিজেই নিশ্চিত করেছেন। ছবিটিতে তিন নায়কের মধ্যে দু’জনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।
প্রণয়ঘটিত দ্বন্দ্বই এই চলচ্চিত্রের মুখ্য গল্প। তারকাবহুল এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশেপাশে ছবির শুটিং শুরু হবে।