• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বুবলী-আদর জুটির ‘তালাশ’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:৩৭ অপরাহ্ণ

    ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তার অভিনীত নতুন সিনেমা ‘তালাশ’। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। আজ বুধবার (৫ জানুয়ারি) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো সিনেমাটির প্রচারণা।

    সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন বুবলী ও এ কে আজাদ আদর।

    পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, ‘গতকাল সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ‘তালাশ’ ৪ ফেব্রুয়ারি মুক্তি দেবো। আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ পাবে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।’

    তিনি আরও বলেন, এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে ‘তালাশ’ সিনেমা। ছবিতে বড় চমক হলো এই সিনেমায় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করবেন বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ।

    এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, যোজন মাহমুদ প্রমুখ।

    ক্লিওপেট্রা ফিল্মসেরর ব্যানারে নির্মিত সিনেমাটি দেশ-বিদেশে পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০