- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ
শুরুতেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ব্যক্তিগত ১ রানে লুঙ্গি এনগিডি’র বলে ক্যাচে আউট হন তামিম। আর ছয় বল খেলে কোনো রান যোগ করার আগেই সাকিব আল হাসান কাগিসো রাবাদা’র বলে ক্যাচ আউট হন।
১৫ রান করে বিদায় নেন লিটন। ইয়াসির রাব্বি ও মুশফিকুর রহিমও টিকতে পারেননি বেশিক্ষণ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরপর আউট হন তারা।
১২তম ওভারের শেষ বলে ২ রান করা রাব্বিকে আউট করেন রাবাডা। আর পরের ওভারে অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ওয়েইন পারনেলের বলে এলবিডাব্লিউ হয়ে। ফলে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিন সিরিজ জয়ের আশায় কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ চার ওভারে ৮ রান।