- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ
যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন।
সকালে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাবাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে আটক হন সাবেক এমপি সুমন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারের আগে, ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে আটকের বিষয়টি অবহিত করেন।