- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু পুত্র সহজের জন্মের পর তাদের সম্পর্কে ভাঙ্গন ধরতে শুরু করে। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। তাদের আইনি বিচ্ছেদ না হলেও প্রায় ৬ বছর আলাদা ছিলেন। তবে ছেলের কথা ভেবে সব অভিযোগ, মান-অভিমান রেখে ফের এক হয়েছেন এই তারকা জুটি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি ১৩ বছর বয়স থেকে রাহুলকে চিনি। ওই সময় আমার কাছে সে অরুণোদয়দা ছিল। নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময় পার করেছি। এত বছরে সব পরিস্থিতিতে বন্ধু হিসেবে পেয়েছি তাকে। যখন ছোট ছিলাম তখন অন্য কাউকে ভালো লাগতো, আর ও (রাহুল) অন্য সম্পর্কে ছিল।
এ অভিনেত্রী বলেন, নিজেদের ভালো লাগা, সম্পর্ক নিয়ে ওই সময় আলোচনা করতাম আমরা। এরপর ধীরে ধীরে প্রেম হয় আমাদের। অনেক ঝামেলা করেছি। ওই মুহূর্তে দম্পতি হিসেবে হয়তো সম্পর্কটা এগিয়ে নিতে পারিনি। কিন্তু আমাদের মধ্যে পরস্পরের প্রতি সম্মান ছিল।
দাম্পত্য জীবনে যে নিজের ভুল ছিল, সেটি স্বীকার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। বলেন, অনেকেই বলেছেন ৬ বছর পর আবার একসঙ্গে পূজা উপভোগ করলাম। এটা ঠিক নয়। কেননা, গত কয়েক বছরও একসঙ্গে পূজা কাটিয়েছি আমরা। এখানে আমাদের ছেলে সহজের প্রসঙ্গ উঠে আসে। এক সময় আমরা একে অপরকে দোষারোপ করেছি। কিন্তু আমি বুঝতে পেরেছি যে, আমারও কিছু ভুল ছিল। আর সেই ভুলগুলো এখন না করার চেষ্টা করছি। ওদিকে রাহুলও অনেক পরিণত হয়েছে। এ জন্য তাকেও একটা সুযোগ দিতে চাই।