- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২৩ | ১১:২৮ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস ৭০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জিম্মি মুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছেন।
সোমবার (১৩ নভম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক অডিও বার্তায় উবায়দা বলেন, কাতারি ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি শত্রুরা ৫ দিনের যুদ্ধবিরতি দেয়— সেক্ষেত্রে ৭০ জন ইসরায়েলিকে আমরা মুক্তি দেবো।
তিনি স্পষ্ট করেন, ‘বিরতি বলতে আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতি বুঝিয়েছি; আর এই বিরতির সময় অবশ্যই গাজা উপত্যকার সব এলাকায় ত্রাণ মানবিক সহায়তা প্রদান করতে হবে।’
তবে এই বিষয় নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।