• আজ বুধবার
    • ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই সফর ১৪৪৭ হিজরি

    ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান

    ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৫ | ৬:৫২ অপরাহ্ণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ় প্রত্যয় জানিয়েছেন যে, বাংলাদেশে আর কাউকে ‘গণতন্ত্র হত্যা এবং ফ্যাসিবাদ কায়েম’ করতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

    তারেক রহমান বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তিনি উল্লেখ করেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ‘ফ্যাসিবাদবিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য’ গড়ে উঠেছে এবং এই ঐক্য ভবিষ্যতে বহাল থাকবে। তিনি আশা করেন, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না এবং গণতন্ত্র হত্যার সুযোগ কাউকে দেওয়া হবে না।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে চলে যান। এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।

    তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত’ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে, যা গণতন্ত্রের সৌন্দর্য। তবে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান যেন এই ভিন্নমত ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থার উত্থানের কারণ না হয়। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত জনগণের আদালতে যাওয়া এবং জনগণই সিদ্ধান্ত নেবে কাকে তারা গ্রহণ করবে।

    তিনি ‘মায়ের চোখে বাংলাদেশ’-এর মতো একটি দেশ গড়ার কথা বলেন, যেখানে সব মানুষ নিরাপদে থাকবে। তিনি সবাইকে ‘মব-ভায়োলেন্স’ বা জনরোষকে উৎসাহিত না করতে এবং অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করেন।

    তারেক রহমান একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই শহীদরা দেশের জনগণের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে সবাইকে ঋণী করে গেছেন। এই ঋণ পরিশোধ করতে হলে দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১