- আজ সোমবার
- ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ
নানা কর্মসূচির মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শুরু করেন এ সংগঠনটির নেতাকর্মীরা।
সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর সকাল ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ।
এসব কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বাংলাদেশ ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় কর্মসূচি হবে শুক্রবার। এদিন দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা করবে ছাত্রলীগ।