• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ৭ দফা ভূমিকম্প, সিলেটে আতঙ্ক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ মে ২০২১ | ৫:০১ অপরাহ্ণ

    দফায় দফায় কেঁপে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত ৭ বার ভূকম্পন অনুভূত হয়েছে। ভুমিকম্পের কারণে সিলেট নগরে আতঙ্ক দেখা দিয়েছে। ভুমিকম্পের সময় প্রতিবারই সিলেটের মানুষ বহুতল ভবন ছেড়ে রাস্তায় চলে আসেন।

    আজ শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়।

    তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

    সিলেটে আবহাওয়া ও ভুমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল জানিয়েছেন- সিলেটের এই ভুমিকম্পের উৎপত্তিস্থল সিলেটেই। তৃতীয় দফা ভুমিকম্পে সর্বোচ্চ ৪ দশমিক ১ মাত্রার ভু-কম্পন অনুভূত হয়েছে।

    গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১