• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত চীনে

    ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত চীনে

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জানুয়ারি ২০২৩ | ৭:৩০ অপরাহ্ণ

    চীনের ৮০ শতাংশ মানুষ করোনায় সংক্রামিত হয়েছে। শনিবার দেশটির সরকারের একজন বিশিষ্ট বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন।

    চীনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনিউ সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে বলেছেন, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময়কালে মানুষের ব্যাপক যাতায়াত মহামারি ছড়িয়ে দিতে পারে, কিছু এলাকায় সংক্রমণ বাড়াতে পারে, তবে অদূরবর্তী সময়ে দ্বিতীয় কোভিড তরঙ্গের সম্ভাবনা নেই।

    নববর্ষের ছুটি উপলক্ষে কয়েকটি কোটি চীনা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটে যাচ্ছেন। দেশটিতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় বিপুল সংখ্যক মানুষের এই অবাধ যাতায়ত সংক্রমণ বাড়াতে পারে। ইতোমধ্যে জ্বর ক্লিনিক, জরুরি সেবা কক্ষে কোভিড রোগীদের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেছে বলে বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

    সরকারি তথ্য অনুসারে, চীন হঠাৎ করে তার শূন্য-কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাস পরে ১২ জানুয়াররি পর্যন্ত কোভিডে আক্রান্ত প্রায় ৬০ হাজার মানুষ হাসপাতালে মারা গেছে। অবশ্য বাস্তব সংখ্যা এরচেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে গেলে মারা গেলে কেবল সেটাকেই কোভিডে মৃত্যু বলে স্বীকৃতি দেয় চীন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০