- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের দেয়া আদেশ প্রত্যাহারের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লাখনির প্রকৌশলীরা মানববন্ধন করেছেন।
একই দাবাতে দিনাজপুর শহরের গণপূর্ত অফিসের সামনে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র।
আজ বৃহস্পতিবার আইইবি বড়পুকুরিয়া উপ-কেন্দ্রের আয়োজনে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক প্রধান ফটকের সামনে এবং দিনাজপুর সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগের সম্মুখ সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়।
পৃথক পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান (তত্তাবধায়ক প্রকৌশলী দিনাজপুর সড়ক সার্কেল) প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম খান, ভাইস চেয়ারম্যান (তত্তাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল, দিনাজপুর) প্রকৌশলী মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান (অধ্যক্ষ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট) প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল। আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক (নির্বাহী প্রকৌশলী ডিপিএইচই, নীলফামারী) প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন প্রমুখ।
অপরদিকে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এএস এম ওয়াজেদ আলী সরদার, ব্যবস্থাপক পরিচালন প্রকৌশলী মোঃ আলমগীর মাহফুজুর রহমান, ব্যবস্থাপক সংরক্ষন প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সহকারী প্রধান প্রকৌশলী মোঃ মোহসিনুল ফিরোজ, নির্বাহী প্রকৌশলী এ কে এম তাজেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান,উপ-বিভাগীয় প্রকৌশলী মুনতাসির মামুন প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |