• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাজধানীতে রুমমেটের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মার্চ ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

    রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর এলাকার একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৫) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় ডালিমের রুমমেট মনসুর বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের পাশে ওই মেসটিতে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় ডালিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই আলিম বলেন, আমার ভাই একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মনসুরে বিল্লাহর সঙ্গে একই রুমে থাকতেন। মনসুর মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার কারখানার কাজ শেষে বাসায় ফিরে রুমের তালা খোলার সময় পেছন দিক থেকে মনসুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে পালাতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে সোপর্দ করে। আমার ভাইকে উদ্ধার করে প্রথমে মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আলিম জানান, তাদের গ্রামের জামালপুরের ইসলামপুর থানায়। বাবার নাম মো. সুরুজ মিয়া। বর্তমানে উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার একটি মেসে থাকতেন। নিহত ডালিমের তিন কন্যাসন্তান রয়েছে। তিন ভাই ও দুই বোনের মধ্যে ডালিম ছিলেন দ্বিতীয়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০