- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ
গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম কলেজ রোডের পাশে বাগদাদ টাওয়ারের তৃতীয় তলায় কসমেটিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের তিনটি দোকান ও মালামাল পুড়ে গেছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বাগদাদ টাওয়ারের তৃতীয় তলায় কসমেটিক্সের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেলে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৯মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।
এদিকে, বাণিজ্যিক ও আবাসিক এ ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। সন্ধ্যা ৭টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।