- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেক্স | ২৮ ডিসেম্বর ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ
গাজীপুরের টঙ্গীতে কভার্ড ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। এছাড়া তার মা আহত হয়েছেন।
নিহত মো. হৃদয় (১২) হবিগঞ্জের শামীম মিয়ার ছেলে। গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় মায়ের সঙ্গে থাকত সে।
টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার বিকেলে তারা হতাহত হন বলে টঙ্গী পূর্ব থানার এএসআই আশিকুল হক জানান।
বিকাল ৫টার দিকে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়।
এছাড়া তার মা আহত হন। তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চালক মো. সাজ্জাদ ও তার সহকারী রায়হান মিয়াকে আটক করে ও কভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।