• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    পরিসংখ্যানে বাংলাদেশ-নিউজিল্যান্ড

    পরিসংখ্যানে বাংলাদেশ-নিউজিল্যান্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

    চিপকে স্পিন ধাঁধাঁ মেলাবে কে, বাংলাদেশ না নিউজিল্যান্ড? বিশ্বকাপে আজ দুই দলের ম্যাচকে ঘিরে প্রশ্ন আপাতত এটাই। এটা নিশ্চিত যে চেন্নাইয়ে স্পিন-বান্ধব উইকেটে একাধিক স্পিনার নিয়ে খেলবে নামবে তারা। তাই দেখার অপেক্ষা কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে জয় তুলে নিতে পারে কোন দল।
    দুপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক ওয়ানডে বিশ্বকাপ এবং এই ফরম্যাটে দুই দলের দ্বৈরথ-

    বিশ্বকাপে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বৈরথ
    ১৯৯৯ : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
    ২০০৩ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
    ২০০৭ : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
    ২০১৫ : নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী
    ২০১৯ : নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী

    ওয়ানডেতে দুই দলের দ্বৈরথ

    ম্যাচ : ৪১
    বাংলাদেশ জয়ী : ১০
    নিউজিল্যান্ড জয়ী : ৩০
    পরিত্যক্ত : ১

    দলীয় সর্বোচ্চ
    বাংলাদেশ : ৩০৯/৬
    নিউজিল্যান্ড : ৩৪১/৭

    দলীয় সর্বনিন্ম
    বাংলাদেশ : ৭৭/১০
    নিউজিল্যান্ড : ১৬২/১০

    সর্বাধিক রান
    বাংলাদেশ : মাহমুদউল্লাহ
    ২৯ ম্যাচে ৩৩.৯০ গড়ে ৭৪৬
    নিউজিল্যান্ড : রস টেলর
    ২৫ ম্যাচে ৫৬.১১ গড়ে ১০১০

    সর্বাধিক উইকেট
    বাংলাদেশ : সাকিব আল হাসান
    ২২ ম্যাচে ২৫.৬২ গড়ে ৩৭টি
    নিউজিল্যান্ড : কাইল মিলস
    ১৭ ম্যাচে ১৬.৯৩ গড়ে ৩৩টি

    ব্যক্তিগত সর্বোচ্চ
    বাংলাদেশ : মাহমুদউল্লাহ
    ১২৩ বলে ১২৮* রান
    নিউজিল্যান্ড : টম লাথাম
    ১২১ বলে ১৩৭ রান

    সেরা বোলিং ইনিংস
    বাংলাদেশ : রুবেল হোসেন
    ৫.৫-০-২৬-৬
    নিউজিল্যান্ড : ইশ সোধি
    ১০-১-৩৯-৬

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০