• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজীপুরে যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মার্চ ২০২১ | ১২:৩৫ অপরাহ্ণ

    গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। ২৭ মার্চ শনিবার দুপুরে শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    এই ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের (০৩) কর্মীকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে যুবদলের মিছিল চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও ফাঁকাগুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে জুবায়ের (২০), মাসুদ (৩৮) ও শামীম (৪০) নামে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করে পুলিশ।

    গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি আব্দুস সালাম শামীম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দলীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি চলছিল। দুপুর একটার দিকে যুবদলের একটি মিছিল শহরের রেলগেট এলাকা থেকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে দলীয় নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, ‘উশৃঙ্খল নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।’

    সদর মেট্রো থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে আটক কর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১