- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ২:৫৬ অপরাহ্ণ
বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় সপ্তাহ ধরে কমছে। করোনাভাইরাসের উদ্বেগজনক নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১০ মার্কিন ডলার। তারও পাঁচ সপ্তাহ আগে থেকে বিশ্ববাজারে তেলের দাম ছিল নিম্নমুখী।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা ছয় সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ২০১৮ সালের পর টানা এত সময় ধরে তেলের দরপতনের ঘটনা ঘটেনি।
এ পরিস্থিতির মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে বিশ্ববাজারে দৈনিক আরও চার লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে ওপেক ও তার মিত্ররা। এতে করে তেলের চাহিদা কমে যাওয়ার শঙ্কার মধ্যে তেলের সরবরাহ বাড়লে বিশ্ববাজারে দাম আরও কমে যেতে পারে।