• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    চীনে ভূমিকম্পে আহত ২২

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ জানুয়ারি ২০২২ | ৭:৩৮ অপরাহ্ণ

    চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। দেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংয়ে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ইউনান এবং সিচুয়ান প্রদেশের সীমান্তে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং গভীরতা ছিল ৩৮ কিলোমিটার (২৪ মাইল)।

    চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইউনান প্রদেশের লিজিয়াং থেকে ১১৫ কিলোমিটার (৭১.৫ মাইল) দূরে।

    ইউনান ভূতাত্ত্বিক জরিপ বলছে, ওই ভূমিকম্পে ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা নিংলাং কাউন্টির বাসিন্দা।

    চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে এর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগে গত সেপ্টেম্বরে সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের আঘাতে তিনজন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়। এতে শত শত বাড়ি ঘরও ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০