• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২২ | ৮:১৩ অপরাহ্ণ

    রাজধানী বাগদাদের পশ্চিমে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে আইন আল-আসাদ বিমান ঘাঁটির দিকে আগাতে থাকা বিস্ফোরক ভর্তি ড্রোন দুইটি ভূপাতিত করেছে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট।

    সোমবার একই ধরনের আরেকটি চেষ্টা প্রতিহত করা হয়। সেদিন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলার চেষ্টা হয়। তবে ওই ড্রোন দুইটিও প্রতিহত করে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

    ইরান ও তাদের ইরাকি মিত্ররা যখন ইরানি জেনারেলে কাসেম সোলাইমানিকে খুনের দ্বিতীয় বার্ষিকী পালন করছে তখন এসব ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে।

    ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

    ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। এই হামলার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    গত সোমবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ওই নির্দেশের জন্য ট্রাম্পকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আর তা করা না হলে প্রতিশোধ নেবে তেহরান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০