• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নৌকায় ভোট দিতে বাধ্য করায় এজেন্টের জেল-জরিমানা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:১৫ অপরাহ্ণ

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকায় ভোট দিতে বাধ্য করায় এক এজেন্টের জেলা ও জরিমানা হয়েছে। ব্যালটে জোরপূর্বক সিল মারায় আরেকটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।

    বুধবার (৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তিন নম্বর ওয়ার্ডের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে কয়েকজন জোর করে নৌকায় সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হলেও তার আগেই পালিয়ে যায়। পরে সেই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই সঙ্গে নির্বাচন অফিস ওই কেন্দ্র স্থগিত করে।

    ওসি আরও বলেন, এছাড়া ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য কারায় ৩ নম্বর ওয়ার্ডের হাতিলাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিমুল নামে এক এজেন্টকে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচদিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বানেশ্বর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, পুঠিয়া ইউনিয়নের দুই কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। জোরপূর্বক ভোট দেওয়া ও ভোটারদের ভোটে বাধ্য করার ঘটনায় জেল-জরিমানা হয়েছে শুনেছি। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানা নেই। তবে এ ঘটনায় একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১