• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    চীনে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ১৬

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২২ | ৩:২৭ অপরাহ্ণ

    চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে ভবনে বিস্ফোরণের পর ধসে পড়ায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ভবনের রান্না ঘরের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনা নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম (সিসিটিভি)।

    শনিবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ভবন ধসের ঘটনায় ধ্বংস্তূপ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা সংকটাপন্ন।

    জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ, ঘটনাস্থলে ৬ শতাধিক উদ্ধারকর্মী পাঠিয়েছে। সেখানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিস্ফোরণে কারণ এখন জানা না গেলেও তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

    চীনে ভবনধসের ঘটনা অস্বাভাবিক নয়। নির্মাণে ত্রুটিসহ নানা কারণে এমন ঘটনা ঘটে। গত সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝোঁ প্রদেশের একটি নির্মাণ সাইটে ভূমি ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০