- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ
চলতি বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন। স্থানীয় সময় বৃহস্পতিবার (জানুয়ারি ৬) মধ্যরাত থেকে শুরু হওয়া তুষারপাত চলে শুক্রবার দুপুর পর্যন্ত। নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ১০-১২ ইঞ্চির বেশি বরফের স্তরে ঢেকে যায় রাস্তাঘাট। হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রবাহিত হওয়ায় জনগণের স্বাভাবিক চলাচল ব্যহত হয়।
দশ ঘণ্টার লাগাতার তুষারপাতে অন্তত শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাস্তায় যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও কিছু অফিস বন্ধ রয়েছে। পরিবর্তন করা হয়েছে বিমানের কিছু সময়সূচি। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাত বলে স্থানীয়রা জানান।
ভয়াবহ এই তুষারপাতের পূর্বাভাসের পরই বিভিন্ন নগরের মেয়ররা নানা দিক নির্দেশনা জারি করেন। তারা বলেন, ‘সবাই ঘরে থাকুন। রাস্তাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, যাতে জরুরি সেবা সবার কাছে পৌঁছে দেওয়া যায়।’
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তুষারপাত চলাকালে তাপমাত্রা ছিলো অনেক কম। তবে বাতাসের কারণে এই ঠাণ্ডা আরও বেশি অনুভূত হয়।