• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নিখোজের ৫ দিন পর ঝোপে মিললো সেনা সদস্যের মরদেহ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২২ | ৭:০০ অপরাহ্ণ

    গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরির কর্মচারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন।

    আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

    নিখোঁজ আব্দুর বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী জোসনেয়ারা পারভীন। নিখোঁজের বিষয়ে তিনি ওইদিনই জিএমপি মেট্রো সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

    জোসনেয়ারা পারভীন জানান, ৩ জানুয়ারি সকালে খেজুর রস আনতে চাপুলিয়া বাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর সে বাড়ি ফেরেনি। পরে তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া গেলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরিটি অপহরণ হিসেবে নথিভুক্ত হয়।

    গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাফিউল হক বলেন, মরদেহ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আব্দুল রাবীর স্বজন এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১