- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২২ | ৭:০৯ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে শাকিল (২০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৯ জানুয়ারি) ভোরে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে। শাকিল পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, ভোরে একদল গরু পাচারকারী ময়দান বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৯৭৬/৬ এস হতে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এ সময় ভারতের ১২৯ দিঘলটারী ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে ফিরলেও শাকিল বিএসএফের হাতে ধরা পড়ে। তবে ঠিক কোন সীমানা পিলারের কাছ হতে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে বিষয়টি শুনেছি। বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়েছে। তবে তারা এখনও (রবিবার বিকাল পর্যন্ত) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।