• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নারায়ণগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২২ | ৭:২৫ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কোহিনুর আক্তার এ দণ্ড দেন।

    সিদ্ধিরগঞ্জের ১ ও ২নং ওয়ার্ডে নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গণমাধ্যমকে তিনি জানান, ২নং ওয়ার্ডের মিজমিজি ও ১নং ওয়ার্ডের পাইনাদি এলাকায় কাউন্সিলর প্রার্থীদের পক্ষের লোকজন একাধিক মাইক ব্যবহার, নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার ও প্রতীক তৈরি, অনুমোদনহীন ক্যাম্প পরিচালনা, আলোকসজ্জা করা, ক্যাম্পে একাধিক সাউন্ডবক্স ব্যবহার করায় চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের প্রচারণায় সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। আচরণবিধিতে যা যা আছে তার ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০