• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নিজ বাড়ির সামনে থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২২ | ৭:৩৪ অপরাহ্ণ

    ময়মনসিংহের হালুয়াঘাটে বাবুল হোসেন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরকুড়া গ্রামে নিহতের বাড়ির সামনে খড়ের গাদা থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার বাবুল হোসেন একই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃত আব্দুল করিমের ছেলে।

    স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে বাবুল হোসেনকে খড়ের গাদার পাশেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে ও মাথার বিভিন্ন অংশে আঘাতের চি‎হ্ন রয়েছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সকলেই অন্যত্র অবস্থান করায় বাড়িতে একা ছিলেন বাবুল। একা থাকার সুযোগটি কাজে লাগায় দুর্বৃত্তরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ নিহতের স্বজনরা। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের নিকট জোর দাবি জানান স্ত্রী-সন্তানসহ স্থানীয় এলাকাবাসী।

    এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০